Friday, June 20, 2025

যশোরে মুদি দোকানদারকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

যশোরের নওয়াপাড়া থানাধীন মালিহাট গ্রামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৬ মে) রাত  ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দোকানদার মালিহাট গ্রামের বাসিন্দা ও আবুল হোসেনের ছেলে আক্তার (৩৫),। তিনি স্থানীয়ভাবে মুদি দোকান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি তার দোকানে এসে সিগারেট কিনতে চান। কিন্তু আক্তার তাকে জানান যে, তিনি সিগারেট বিক্রি করেন না। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি আক্তারের বুকের দুই পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

আক্তারের চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর