ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভালুকা বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মাহমুদুল হাসান বাবু।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদুল হাসান বাবু বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন, তা দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই কমিটি ভবিষ্যতে রাজপথে দলের বিশ্বাসের প্রতিফলন ঘটাবে বলে আমরা আশাবাদী।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩নং ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ ছাত্রদলের নেতাকর্মীরা।