Friday, June 20, 2025

কেরু অ্যান্ড কোম্পানির প্লাস্টিক বোতলে বাংলা মদ বাজারজাতের উদ্যোগে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে

দেশের রাষ্ট্রায়ত্ত মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তাদের উৎপাদিত দেশীয় বাংলা মদ প্লাস্টিক বোতলে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। পরিবেশবাদীরা একে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ওয়ান টাইম ব্যবহৃত প্লাস্টিক বোতল পরিবেশে বিশাল আকারে বর্জ্য হিসেবে জমা হবে, যা পরিবেশগত ভারসাম্যকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। প্লাস্টিক বর্জ্য থেকে উৎপন্ন মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির জন্ম দিতে পারে। এছাড়াও এসব প্লাস্টিক মাটি, পানি এবং প্রাণীকূলের ওপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলবে।

পরিবেশবিদরা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, প্লাস্টিক বোতলে বাংলা মদ বাজারজাত হলে তা সহজলভ্য হয়ে পড়বে এবং অবৈধভাবে মদ সেবন ও বাণিজ্য বেড়ে যাবে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা ব্যাহত হতে পারে এবং তরুণ সমাজ মাদকের প্রতি আরও বেশি ঝুঁকে পড়বে।

এছাড়া পারমিটধারী নির্ধারিত ক্রেতাদের নিয়ন্ত্রিত বিক্রয়ব্যবস্থার বাইরে গিয়ে মদ সহজে ছড়িয়ে পড়লে সামাজিক অবক্ষয়, অপরাধ এবং আসক্তির হার বাড়ার আশঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন, লাইসেন্স ছাড়া মদ পাওয়ার সুযোগ বাড়লে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কেরু অ্যান্ড কোম্পানির এই উদ্যোগকে অনতিবিলম্বে পরিবেশগত ও সামাজিক দিক বিবেচনায় পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, পরিবেশবান্ধব এবং নীতিনির্ধারকদের সঙ্গে পরামর্শের মাধ্যমে টেকসই ও নিরাপদ পদ্ধতিতে উৎপাদন ও বিপণনের পথ খুঁজে বের করা জরুরি।

পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর