Friday, June 20, 2025

যশোরে গাঁজার আসরে কথাকাটাকাটি, বাটালি দিয়ে বন্ধুকে কুপিয়ে জখম

যশোর গাঁজা কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে গাঁজা কাটার বাটালি দিয়ে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত হাসান ওই গ্রামের ইব্রাহিম শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ভেকুটিয়া শেখপাড়া গ্রামে। আহত হাসানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাসান

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তারা  রোববার বেলা ১১টার দিকে শেখপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনে গাঁজা কাটতে বসে দুই বন্ধু হাসান ও মিকাইলসহ কয়েকজন। এরমধ্যে তাদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিকাইল বাটালি দিয়ে হাসানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে মিকাইল পালিয়ে যায়।

খবর পেয়ে হাসানের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পলাতক মিকাইল শেখপাড়া এলাকার মৃত সামসুর ছেলে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুলত তারা দুই বন্ধু। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বন্ধুদের মধ্যে গেলোযোগকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে, তারা মাদকের সাথে সংশ্লিষ্ট কিনা বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর