Friday, June 20, 2025

ঝিকরগাছায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন  আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ছুটিপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জামতলা বাজারে মেসার্স ওলিয়ার ট্রেডার্সের সামনে রাস্তার ওপর বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়।

প্রথম পক্ষের আহতরা হলেন— বালিয়া গ্রামের বাসিন্দা মৃত আতাল উদ্দিনের ছেলে আশা ও মইদুল । অপরপক্ষে অভিযুক্তরা হলেন—কাগমারীর বিপ্লব, গঙ্গানন্দপুরের নশু  ও কাগমারীর মোহর।

আশা ও মইদুল দলীয় অফিস থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন। এ সময় বিপ্লবের নেতৃত্বে আর এক গ্রুপ মিছিলের বিরোধিতা করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়। এতে  আশা ও মইদুল গুরুতর আহত হন এবং তাদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও দলীয় কার্যালয়ের প্রায় ২০-২৫টি প্লাস্টিক চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর