ডেস্ক নিউজ: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা থাকায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ‘আকাশ বিজয়’ শীর্ষক বার্ষিক মহড়ায় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি। এ অবস্থায় প্রস্তুতি না থাকাটা হবে আত্মঘাতী। তবে শান্তির পথেই হাত বাড়াতে হবে।”
তিনি আরও জানান, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে সকালে তেজগাঁওয়ে তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাকবলিত পরিবারদের মাঝে পুনর্বাসন ঘরের চাবি বিতরণ করেন প্রধান উপদেষ্টা।