Friday, June 20, 2025

যশোরে সাংবাদিকদের কথিত তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে প্রেসক্লাব যশোরের বিবৃতি

সম্প্রতি যশোরের সাংবাদিকদের একটি কথিত তালিকা নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর।

প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় জানানো হয়, যশোরের পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ এবং কোনো বিভেদ নেই। তাই কথিত তালিকার মাধ্যমে সাংবাদিকদের চিহ্নিত করার কোনো সুযোগ নেই।

সভায় প্রেসক্লাব যশোর এ ধরনের তৎপরতার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিভ্রান্তিমূলক তালিকাকে আমলে না নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর