তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মে মাসজুড়ে দেশব্যাপী বিভাগীয় সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ ও ১০ মে চট্টগ্রাম ও কুমিল্লায় কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন বিষয়ে সেমিনার হবে। ১৬ ও ১৭ মে খুলনা ও বরিশালে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে। ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুরে কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সেমিনার হবে। ২৭ ও ২৮ মে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহে রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি বিষয়ে মতবিনিময় সভা হবে।
প্রতিটি সেমিনারের পরদিন বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।