Friday, June 20, 2025

মোরেলগঞ্জে মৎস্যঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ॥ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হাসান শেখ (২০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেঁতুলবাড়িয়া বাজার সংলগ্ন একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব আল হাসান জানান, নিহত হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের বাসিন্দা রাসেল শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
উদ্ধারকৃত মরদেহের মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর