যশোর শহরের পুরতনকসবা কাজীপাড়ার কানাডা প্রবাসী মাসুম হোসেন সিদ্দিকীকে অপহরণ মামলার দুই আসামিকে কারাগারে ও এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, শহরের বেজপাড়া চিরুনিকল টিবি ক্লিানিক মোড় এলাকার মৃত শফি মিয়ার ছেলে মোমিনুর রহমান বিপুল, রেলগেট তেতুলতলা এলাকার গোলাম মহিউদ্দিনের ছেলে ইফতেখার আলম তুষার।পলাতক আসামি ঢাকা সাভারের এফ/৮, ব্লব-এ ব্যাংক কলোনির হেফজু রহমান। এছাড়া একইদিন এ মামলায় তার সাবেক স্ত্রী প্রিয়াকে জামিন প্রদান করেন।
মামলার অভিযোগে জানা গেছে, মাসুম হোসেন সিদ্দিক কানাডা-বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি বেশ কিছুদিন ধরে দেশে আছেন। স্ত্রী শরিফা আক্তার প্রিয়ার সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরজেরে ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর রাতে আসামিরা তাকে অপহরণ করে সভারের একটি মাদক নিরাময় কেন্দ্রের নিয়ে মারপিট করে। পরে পুলিশের সহযোগীতায় মাসুমকে উদ্ধার করে স্বজনেরা। মাসুম হোসেন সিদ্দিকী ওই বছরের ১৪ সেপ্টম্বর স্ত্রীসহ চারজনকে আসামি করে আদালতে মামলা করেন। ২০২৪ সালের ১৪ জুলাই ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন সিআইড পুলিশ। গতকাল ওই মামলার ধার্য দিনে আসামি মোমিনুর, শরিফা আক্তার ও ইফতেখার আলম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। বিচারক তিন আসামির জামিন আবেদনের শুনানি শেষে মোমিনুর ও ইফতেখার আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে পলাকত আসামি হেফজু রহমানে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আসামি শরিফা আক্তার প্রিয়ার জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।