যশোর সদর উপজেলার মুড়োলি মোড় এলাকায় গতকাল রাত ২টার দিকে এক নাইটগার্ডের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি সদর উপজেলার পুলেরহাটের পশ্চিম তসবি ডাঙ্গার বাসিন্দা মৃত ইনজাহের মোল্লার ছেলে মমিন (৫৫)।
জানা গেছে, মমিন আকিজউদ্দিন পাম্পের পাশের একটি মার্কেটে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে দায়িত্ব পালনকালে তিনি মার্কেটের সামনে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহজনকভাবে অবস্থান করায় তিনি তাদের জিজ্ঞাসা করতে এগিয়ে গেলে তারা কোনো উত্তর না দিয়ে প্রথমে বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে পেটে ছুরি মারে।
আহতের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।