Sunday, April 27, 2025

যশোর বোর্ডে শান্তিপূর্ণভাবে এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত

যশোর শিক্ষা বোর্ডে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ছাড়াই এসএসসি ২০২৫-এর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১,৩৫,৪৭১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১,৩৩,৪৬২ জন, অনুপস্থিত ছিল ২,০০৯ জন। গত বছর একই বিষয়ে অনুপস্থিত ছিল ১,২৩০ জন পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালে কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এ তথ্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর