নিজস্ব প্রতিবেদক: যশোর রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে হাসিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শংকরপুর আশ্রম রোডস্থ মহিলা মাদ্রাসার পেছনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার আলী হোসেনের ছেলে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মমিনুল হক সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩১ মার্চ রেলস্টেশন এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সাথে হাসিব জড়িত। আটকের পর তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। গত ওই ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।