নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার ছিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নামে জালিয়াতির আশ্রয় নিয়ে জমির নামপত্তন এবং এমপিওভুক্তির অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস আদালতে করা মামলায় দাবি করেছেন, বিদ্যালয়ের নামে থাকা এক একর ৪ শতক জমির মধ্যে ৫২ শতক জমির দাগ নম্বর ভুল থাকায় নামপত্তন সম্ভব হয়নি। ২০২১ সালে দলিল সংশোধনের জন্য তিনি যশোর আদালতে একটি দেওয়ানি মামলা (নম্বর ৪৬১/২১) দায়ের করেন। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।
বিতর্কিত ৫২ শতক জমি ১৯৯৮ সালের ২৭ অক্টোবর এবং ১৯৯৯ সালের ১৮ এপ্রিল দুই দফায় ক্রয় করা হয়। বিদ্যালয়টি প্রথমে নিম্ন মাধ্যমিক হিসেবে এবং পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে গড়ে ওঠে।
বিবাদীরা অভিযোগ করেছেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের নামে জমির নামপত্তন করা হয়েছে এবং তা দেখিয়ে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করা হয়েছে।
তাদের দাবি, জমির বিষয়ে কোনো সমঝোতা না করে দলীয় প্রভাব কাজে লাগিয়ে তাদের হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস জানান, “আমি জমিজমা সম্পর্কে বিশেষ জানি না। প্রয়োজনের খাতিরে দলিল জমা দিয়েছিলাম। পরে ভুমি অফিসের সহায়তায় কিছু জমির নামপত্তন হয়েছে।”
আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।