স্টাফ রিপোর্টার, বেনাপোল: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ি, চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৫ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী পৃথক অভিযানে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল বেনাপোল, আন্দুলিয়া বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, আটককৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।