যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গতকাল দিবাগত রাতে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম রাব্বিল হোসেন মানিক (২৪), তিনি যশোরের শংকরপুর এলাকার বাসিন্দা এবং হিরুজুল হকের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইয়া জানান, রাব্বিল নিজস্ব বাহিনী গড়ে তুলে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
অভিযানের সময় তাকে অস্ত্রের মহড়া দিতে দেখা যায়, তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।