যশোরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকালে বর্ণিল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আয়োজন। বিকেলে রাজু মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে শহরের লাল দিঘীর পাড় তেকে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। দলীয় ও বাঙালির সংস্কৃতির নানা প্রতীক ও ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত এ শোভাযাত্রা ঘুরে বেড়ায় শহরের প্রধান সড়কগুলো। শোভাযাত্রায় অংশ নেন জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় পান্তা উৎসব।
বিকেলে যশোর শহরের রাজু মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন গান, নৃত্য ও আবৃত্তি। থাকছে কবিতা পাঠ, লোকসংগীত এবং বাংলা সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনাও।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ অঙ্গ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য বহন করে। এই দিনটি দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একত্রিত করে। তাই বিএনপি সবসময়ই চায় এ ধরনের উৎসবকে সর্বজনীন রূপ দিতে।