Tuesday, April 29, 2025

ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে: মির্জা ফখরুল

প্রথম আলো: আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা সব সময় বলে আসছি, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে। এবং আমরা সফল হব।’

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আজ সোমবার সন্ধ্যায় দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সমস্যারও সমাধান হবে।’

মির্জা ফখরুল বলেন, অতীতের যত ধুলোবালি, অতীতের যত জঞ্জাল—সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’

চিকিৎসার জন্য ৬ এপ্রিল সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর