Tuesday, April 29, 2025

যশোরে ভ্যানযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কিশোরীকে অজ্ঞান করে সর্বস্ব লুট

যশোরের বাঘারপাড়া উপজেলায় চলন্ত ভ্যানে এক কিশোরীকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। যশোরের খাজুরা তেলেধন্যপাড়ার আশরাফ আলীর মেয়ে সুমাইয়া (১৭)। মাগুরা সদর উপজেলার কুশখালী গ্রামের আব্দুর রবের স্ত্রী সুমাইয়া।

পরিবার সূত্রে জানা যায়, আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে সুমাইয়া বাবার বাড়ি খাজুরা থেকে মোটরচালিত ভ্যানে করে শ্বশুরবাড়ি মাগুরার উদ্দেশে রওনা দেয়। পথে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালি কেশবপুর নামক স্থানে তাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা। ভুক্তভুগির ভাষ্যমতে, তার সঙ্গে থাকা মূল্য ৩০ হাজার টাকার একটি মোবাইল, নগদ ১২ হাজার টাকা, হাতে থাকা স্বর্ণের আংটি ও কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয় তারা।

অচেতন অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে এক পথচারী ভ্যানচালক সুমাইয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরে স্বজনরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর