যশোর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সড়ক দুর্ঘটনা ও অনলাইন জুয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
সভায় সড়ক দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় যে মানুষটি মারা যায়, সে এই জেলারই একজন। গাড়ির গতি নিয়ন্ত্রণে মালিক সমিতিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
বাস মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাবলু জানান, মহাসড়কে থ্রি-হুইলার ও কিশোরদের বেপরোয়া বাইক চালানো দুর্ঘটনার কারণ। সময়মতো গন্তব্যে পৌঁছাতে গিয়ে বাস চালকরা উচ্চ গতিতে গাড়ি চালাতে বাধ্য হন বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে পুলিশ সুপার রওনক জাহান বলেন, “গাড়ির গতি নিয়ন্ত্রণ শুধু হাইওয়ে পুলিশের দায়িত্ব নয়, মালিক সমিতিকেও দায়িত্ব নিতে হবে।”
এছাড়া, সম্প্রতি শার্শায় অনলাইন জুয়ার ঘটনায় ৭ জনকে আটক করার পর বিষয়টি আলোচনায় উঠে আসে। পুলিশ সুপার জানান, “সাইবার টিম গঠন করা হয়েছে। জুয়ার ওয়েবসাইট ও এর সঙ্গে জড়িত নারী কেলেঙ্কারি সম্পর্কেও তদন্ত চলছে।”
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতার মামলা রেকর্ডে জোর দেওয়ার কথাও বলেন পুলিশ কর্মকর্তা।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রস্তাব করেন, “বাস মালিক সমিতি ও পুলিশের যৌথ উদ্যোগে আশপাশের জেলার প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি বৈঠক হওয়া উচিত।”
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।