Sunday, April 27, 2025

সাতদিনের মধ্যে যশোর জেলা যুবদলের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশ

সাতদিনের মধ্যে যশোর জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। শনিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জেলা যুবদলের আহবায়ক এম.তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। একই সাথে আঙশিক কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে না পারায় সতর্ক করা হয়েছে। ওই সতর্কবার্তাটি কেন্দ্রীয় যুবদলের পেজেও আপলোড করা হয়েছে।

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়,  যশোর জেলা যুবদলের নয় সদস্য বিশিষ্ট আহবায়ক(আংশিক) কমিটির অনুমোদন দেয়া হয়েছিলো গত ৫ ফেব্রুয়ারি। যা অনুমোদন দিয়েছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এসময় তারা নবগঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে তার তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। কিন্ত যশোর জেলা যুবদলের শীর্ষ এ দুই নেতা সে নির্দেশনা পালন করতে ব্যর্থ হয়েছেন। বিষয়টি সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করা হয় আহবায়ক ও সদস্য সচিবকে। ওই নোটিশে এটা চুড়ান্ত সতর্কবার্তা উল্লেথ করে সাতদিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠনের পর তার তালিকা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে পাঠাতে বলা হয়েছে। একই সাথে ওই সতর্কবার্তায় এ নির্দেশনা না মানলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুশিয়ারি দেয়া হয়েছে।

উল্লেখ্য, একই দিন  খুলনা জেলা যুবদল, খুলনা মহানগর যুবদল,ফেনী জেলা যুবদল, দিনাজপুর জেলা যুবদল ও যুক্তরাজ্য যুবদলের শীর্ষ পদের দুই নেতাদেরকে শতর্কবার্তা পাঠানো হয়। যশোরে যুবদলের নেতাদের মত তাদেরকেও হুশিয়ারি দেয়া হয়েছে।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর