Sunday, April 27, 2025

গাজা-রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এম এম কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক কলেজসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের মোস্তফা আমীর ফয়সল এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

গাজা-রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভবক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। শিশু, নারীসহ নিরীহ মানুষকে হত্যা করে গাজা ও রাফাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। অথচ জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় এ মানবিক বিপর্যয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

তারা বলেন, জাতিসংঘ এখন যেন মুসলিম নিধনের একটি নীরব সহযোগীতে পরিণত হয়েছে। বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেন।

সমাবেশ শেষে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার দাবিতে স্লোগান দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর