Monday, April 28, 2025

যশোরে পাবজি খেলার প্রতিবাদ করায় পিতা-পুত্রকে লাঠিপেটা

যশোরের কোতোয়ালি থানার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া হাট এলাকায় পাবজি গেম খেলার প্রতিবাদ করায় এক সরকারি গাড়িচালক ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার (২৬ মার্চ) রাতে আনোয়ার জাহিদ (৪০) ও তার বাবা আব্দুল জলিল (৬৫) নিজ বাড়ির সামনে ছিলেন। এ সময় অভিযুক্ত সুজন (২০), ইয়াসিন (২৪), আরাফাত (২০) ও জাহিদুল ইসলাম (৪০) মোবাইলে পাবজি খেলছিলেন। আনোয়ার জাহিদ তাদের খেলায় বাধা দিলে তারা গালিগালাজ করতে করতে সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পর অভিযুক্তরা তাদের অভিভাবকদের নিয়ে এসে ভিকটিমদের বাড়িতে ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আনোয়ার জাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে তার বাবা আব্দুল জলিলকে গুরুতর আহত অবস্থায় পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর