যশোরের কাজীপাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শিফু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
২৪ মার্চ দুপুরে শিফু মিয়া তার বোন অনন্যা ইসলাম বিউটির কাছে ১১ লক্ষ টাকা পাওনা টাকা ফেরত নিতে যান। দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরত না পাওয়ায় এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে শিফু মিয়া বাড়ি ফেরার পথে কাজীপাড়ায় সাবেক এমপি কাজী নাবিলের বাড়ির মসজিদের পাশে তার ওপর হামলা চালানো হয়।
শিফু মিয়া অভিযোগ করেন, তোর বোন, বোনের স্বামী শরিফুল ইসলাম (৪৫), বোনের ছেলে অভিসহ ভাড়া করা আরও ১০ জন ব্যক্তি শিফু মিয়ার ওপর আক্রমণ চালান। হামলাকারীরা তাকে চাকু দিয়ে আহত করার চেষ্টা করে, এক পর্যায়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।
পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।