Sunday, April 27, 2025

চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ৩১ বার তোপধ্বনি করা হয়। একই সময়ে উপজেলার সকল সরকারি-বেসরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬:৩০টায় সিংহঝুলি ইউনিয়নের মুক্তিনগর শহীদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, চৌগাছা থানা, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর মশিয়ূরনগর শহীদ স্মৃতি সৌধেও একইভাবে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮:৩০টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও চৌগাছা সরকারি হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও মোফাজ্জেল হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর