Sunday, April 27, 2025

এনায়েতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুর ফজলুল উলুম মাদরাসার হলরুমে মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩ নং ইছালী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৩ নং ইছালী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ, যশোর জেলার সহ-সভাপতি মুফতি ফুরকান আহমাদ কাসেমী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদ যশোর জেলার সদস্য মুফতি মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ, যশোর বিসিএমসি কলেজ জিদের ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান,  শ্রমিক আন্দোলন যশোর জেলা শাখার সহ-সভাপতি ও ইছালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সম্পাদক, প্রভাষক   মোঃ বাবলুজ্জামানের সঞ্চলনে আরো বক্তব্য রাখেন ,  ইসলামী আন্দো বাংলা দেশর কোতোয়ালী থানা সদস্য   ডা.মাহমুদুল আলম, ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী ,  জাতীয় উলামা মাশায়েখ আইম্মাহ পরিষদএর সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ জামাত ইসলামের ইছালী ইউনিয়ন আমির  মাওলানা মিজানুর রহমান, ইছালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, এসময়  ইছালী ইউনিয়ন ইসলামী আন্দোলন  বাংলাদেশের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক  মুসল্লিগণ ইফতার মাহফিলে শামিল হন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর