স্বজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের জন্য ঘরমুখী মানুষের ঢল নেমেছে বাস, লঞ্চ ও রেলস্টেশনগুলোতে। কর্মজীবীরা ছুটি শেষে আবারও কাজে ফিরবেন। তবে কতদিন ছুটি কাটাতে পারবেন তারা?
রফতানি পণ্য পোশাকখাতের কর্মীরা সরকারি ছুটি পাবেন তিন দিন। তবে শ্রমিক-মালিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত ৫ থেকে ৭ দিনের ছুটি নিতে পারবেন, যা সাপ্তাহিক ও বার্ষিক অর্জিত ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে।
বিজিএমইএ’র নোটিশ অনুযায়ী, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করলেও এটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়। তাই শ্রম আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করতে হবে।
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, সরকারি ছুটি তিন দিন থাকলেও অনেক কর্মী অতিরিক্ত ৫ থেকে ৭ দিন ছুটি নিচ্ছেন। কেউ আগেভাগে কাজের দিনে ডিউটি করে ছুটি সমন্বয় করেছেন, আবার কেউ পরে কাজ করে তা পূরণ করবেন। ফলে সরকারি ছুটি মিলিয়ে কর্মীরা মোট ৮ থেকে ১০ দিনের ছুটি পাচ্ছেন। তবে কাজের চাপে কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত ছুটি দিতে পারছে না।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ৩ এপ্রিল সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা মোট ৯ দিনের টানা ছুটি উপভোগ করবেন।
অনলাইন ডেস্ক