যশোরের শার্শা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। জমি দখলে বাধা দেওয়ায় মারধরের পর অপহরণের পাঁচ ঘণ্টা পর রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। সোমবার (২৪ মার্চ) শার্শার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর ছেলে শামীম রেজা শার্শা থানায় অভিযোগ দায়ের করেন।
আহতরা হলেন রুদ্রপুর গ্রামের আহম্মদ আলী সর্দারের ছেলে শাহাবুদ্দীন, তার স্ত্রী শাহানাজ খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।
শামীম রেজা অভিযোগে উল্লেখ করেন, সোমবার সকালে বসতবাড়ির জমি দখলের চেষ্টা করেন স্থানীয় আশরাফ উদ্দিন ও তার শ্যালক কালু মিয়া। তার পিতা বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়, এতে তার হাত ভেঙে যায়। শাহাবুদ্দীনের স্ত্রী ও কন্যা বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরে তাকে বাড়িতে আটক রেখে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। দুই ঘণ্টা পর কালু মিয়া শাহাবুদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা পর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় যে, শাহাবুদ্দীন রাস্তার পাশে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে একাধিকবার ফোন করলেও অভিযুক্ত আশরাফ উদ্দিন সাড়া দেননি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের ছাড় দেওয়া হবে না।”