Sunday, April 27, 2025

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছায়ে দিতে হবে -ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে। এটি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে এবং রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছানো জরুরি।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত। তিনি আরও বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকালে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর