Sunday, April 27, 2025

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর ওপর মারপিট, থানায় মামলা

যশোরে যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীর ওপর মারপিটের ঘটনায় আদালতে দায়ের করা পিটিশন কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়া এলাকার গোলাম নবী মোল্লার মেয়ে সিনাত আরা বেগম (৩২) এই মামলা দায়ের করেছেন।

আসামি করা হয়েছে, তার স্বামী ঝিকরগাছা উপজেলার যাদবপুর কলাগাছি গ্রামের আহম্মদ আলীর ছেলে ফজলুর রহমান (৩৫), ফজলুর বোন রোকেয়া বেগম (৪২) এবং তার ভাগ্নি হনুফা আক্তার (২৫)।

এজাহারে সিনাত উল্লেখ করেন, ২০১৭ সালে ফজলুর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার চলাকালে ফজলুর তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। চলতি বছরের ১৩ জানুয়ারি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে পারিবারিক মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ৫ মার্চ আদালতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে মামলা করেন।

এ মামলার পর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ৯ মার্চ সিনাতকে মারপিট করে। তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর