Sunday, April 27, 2025

যশোর কাজীপাড়া এলাকাবাসীর মানববন্ধন

শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার নিশ্চয়তা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজীপাড়া মহিলা ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠানের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

বক্তারা জানান, যশোর সদরের কাজীপাড়া এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘ ৪০ বছর ধরে এটি স্থানীয় শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। বিনামূল্যে পাঠদানের মাধ্যমে বিদ্যালয়টি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সম্প্রতি বিদ্যালয় সংলগ্ন একটি স্থানে নির্মাণ কাজ শুরু হওয়ার কারণে বিদ্যালয়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ২০ মার্চ একটি নির্মাণকারী প্রতিষ্ঠান বিদ্যালয়ের কিছু অংশ দখল করে এবং সংলগ্ন প্রাচীর ভেঙে ফেলে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, “শিশির” নামের এক ব্যক্তি হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করেই অবৈধভাবে স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছেন, যা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে পারে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবিগুলো উত্থাপন করেন, বিদ্যালয়ের অস্তিত্ব রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। নির্মাণকাজের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা। হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের সীমানা সুরক্ষিত রাখা।

এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিদ্যালয়টি এলাকার শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিষ্ঠানটির স্থায়িত্ব নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর