Sunday, April 27, 2025

যশোরে চাঁদাবাজির অভিযোগে কারারক্ষী ইদুসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামে জাহিদুল নামের এক ব্যক্তির কাছে চাঁদার দাবিতে নৃশংস হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় সেই কারারক্ষী ইদুসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন ভুক্তভোগি জাহিদুলের মামাতো ভাই কাঠামারা গ্রামের আকিদুল বিশ্বাসের ছেলে ইমরান হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে এজাহারের নির্দেশ দেন। আসামিরা হলেন, কাঠামারার হইদুর বিশ্বাসের ছেলে ঝিনাইদ জেলা কারাগারের কারারক্ষী আনোয়ার হোসেন ইদু, তার ভাই চমক আলী বিশ্বাস, আন্দোলপোতার ইমরান হোসেন, পলাশ, কাঠামারার ইয়ামিন, ইদুর ছেলে টুটুল, কাঠামারার হাশেম বিশ্বাসের ছেলে আতিকুল, বাহাজেল বিশ্বাসের ছেলে হামজা, দলেননগরের বিশারত আলীর ছেলে মিন্টু, কাঠামারার ফাক্কার আলীর ছেলে রিয়াজুল ইসলাম, আব্বাস আলীর ছেলে সাইফুল ইসলাম, মৃত ইব্রা মোল্লার ছেলে মহিদুল ইসলাম ও আন্দোলপোতার মৃত আব্দুল মান্নানের ছেলে মিন্টু হোসেন।

মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা এলাকার সন্ত্রাসী। সমায়ের ব্যবধানে তারা লেবাস পরিবর্তন করেছেন। গত ৯ মার্চ কারারক্ষী ইদু ভিকটিম জাহিদুলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদাদাবি করে। এক পর্যায় তারা নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায় গত ১০ মার্চ সন্ধারপর জাহিদুলকে আন্দোলপোতা বাজারে একা পেয়ে ইদু ও ইমরান অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় জাহিদুলের কাছে থাকা তিনলাখ টাকা ছিনিয়ে নেয়। বাকি দুই লাখ টাকার জন্য সাতদিনের জন্য সময় দেয়। এসব বিষয়ে জানাজানি করলে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। সর্বশেষ গত ১২ মার্চ দলেননগরে আসামিরা জাহিদুলকে একা পেয়ে বেধড়ক মারপিট করে জখম করে। এসময় জাহিদুলের হাতপা ভাঙাসহ শরীরের বিভিন্ন অঙ্গে জখম হয়। বাকি দুই লাখ টাকা না দিলে হত্যার হুমকি দেন আসামিরা। একপর্যায় জাহিদুলের মাথায় পিস্তল ঠেকালে তিনি অজ্ঞান হয়ে পরেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে জাহিদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জাহিদুল এখনো চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, আনোয়ার হোসেন ইদুর বিরেুদ্ধে ওই এলাকায় সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করে বেরাচ্ছেন। যা নিয়ে যশোরের বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর