Sunday, April 27, 2025

জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তবে জরুরি অবস্থা জারি সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

সোমবার (২৪ মার্চ) সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, “ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছি। জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।”

এর আগে, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের বিভিন্ন তথ্য প্রচার করতে দেখা যায়। কেউ কেউ দাবি করেন, শিগগিরই বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব তথ্যকে ‘গসিপ’ হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্র সচিব বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। স্বাভাবিক ঝুঁকির মধ্যেই দেশ আছে, নতুন কোনো সংকট নেই। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে আছে, যাতে স্থিতিশীলতা বজায় থাকে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে নিয়মিত পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে।

অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার পক্ষে জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবৈধভাবে প্রবেশ বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করা হয়েছে।”

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দেওয়ার জন্য একটি ভিসা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যা দ্রুত কার্যকর হবে। তবে অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে কতজন বাংলাদেশি অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

অনলাইন ডেস্ক
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর