Monday, April 21, 2025

যশোরে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ ৫ দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি এবং শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনটি হয়।

ঐক্য পরিষদের সদস্য সচিব জিএম মফিজুর রহমানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশের মসজিদ কাঠামো ব্যবহার করে দারিদ্র্যবঞ্চিত এবং প্রত্যন্ত অঞ্চলের শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করছে। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, কিশোর-কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া হচ্ছে। প্রকল্পটি দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে ৩২ বছর ধরে চলমান এই প্রকল্পে কখনো বেতন বৃদ্ধি করা হয়নি। বর্তমান সময়েও সংশ্লিষ্টরা আউটসোর্সিংয়ের চিন্তা করছেন।

শিক্ষক নেতৃবৃন্দ দ্রুত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বকরণ এবং ঈদের আগে বেতনভাতা প্রদান করার দাবি জানান। একইসাথে তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর কঠোর আন্দোলন শুরু করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর