Sunday, April 27, 2025

রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবে বিএনপির আপত্তি

জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়।

বিএনপি রাষ্ট্রের নাম পরিবর্তন, জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনঃনির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখা, সংবিধানের মূলনীতির পরিবর্তনসহ বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে। বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক কাতারে আনার প্রস্তাবের বিরোধিতা করেছে দলটি।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে আমাদের আপত্তি রয়েছে। প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র প্রস্তাব করা হয়েছে, যা অনর্থক পরিবর্তন বলে মনে করি।’’ তিনি আরও বলেন, ‘‘দীর্ঘদিনের চর্চার মাধ্যমে দেশের মানুষ রাষ্ট্রের নামের সঙ্গে অভ্যস্ত। এখন এটি পরিবর্তন করা কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’’

সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত বিষয়ে বিএনপি জানিয়েছে, এটি স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, যা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হিসেবে এক নম্বরে থাকা উচিত ছিল। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘প্রস্তাবনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক কাতারে আনার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’’

জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘এনআইডি যদি কোনো আলাদা প্রতিষ্ঠানের হাতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের ওপর অনাকাঙ্ক্ষিত নির্ভরতা তৈরি হবে, যা নির্বাচনী প্রক্রিয়াকে দুর্বল করতে পারে।’’

বিএনপি নির্বাচন কমিশনকে সংসদীয় কমিটির অধীনস্থ করার প্রস্তাবের বিরোধিতাও করেছে। দলটি সংবিধানের মূলনীতির ক্ষেত্রে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল রাখার পক্ষে মত জানিয়েছে।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। কমিশন ইতোমধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কারের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। ১৩ মার্চের মধ্যে ৩৮টি রাজনৈতিক দলকে মতামত জানাতে অনুরোধ করা হলেও এখনো অনেক দল মতামত জমা দেয়নি।

যেসব দল ইতোমধ্যে মতামত জমা দিয়েছে, তাদের মধ্যে রয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, এনডিএম, ‘আম জনতার দল’, রাষ্ট্রসংস্কার আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ লেবার পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও নাগরিক ঐক্য।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর