Wednesday, April 30, 2025

যশোর শিক্ষাবোর্ডের ২৩ নীতিমালা প্রকাশ

আগামী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড ২৩টি নতুন নীতিমালা প্রকাশ করেছে। বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালাগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন, পরীক্ষার আবেদন ফরম পূরণের জন্য ছাত্র-ছাত্রীদের যোগ্যতা, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য, কেন্দ্র সচিবের দায়িত্ব, সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব, হল সুপারের দায়িত্ব, সৃজনশীল উত্তরপত্রের বান্ডেল প্রস্তুতকরণ ও বোর্ডে প্রেরণ, পরীক্ষার শৃঙ্খলা সম্পর্কিত নির্দেশনা, বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণ, শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ, রেকর্ডপত্র সংরক্ষণ, ১৯৮০ সনের ৪২ নম্বর আইন, গ্রেডিং পদ্ধতি সংক্রান্ত প্রজ্ঞাপন এবং পরীক্ষার সময় বিভাজন।

নতুন নীতিমালার মূল দিকসমূহ:

১. রেজিস্ট্রেশন এবং যোগ্যতা:
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বোর্ডের অনুমোদিত বিদ্যালয়ে দশম শ্রেণি সমাপ্তির পর রেজিস্ট্রেশন প্রাপ্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২. অনলাইনে আবেদন ফরম পূরণ:
কেবলমাত্র বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করতে পারবে। পরীক্ষার্থীদের তথ্য সঠিকভাবে মিলিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, অন্যথায় ফলাফল প্রকাশে সমস্যা হতে পারে।

৩. প্রবেশপত্র এবং কেন্দ্র:
পরীক্ষার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্র কমিটি গঠন করা হবে।

৪. বয়স সীমা:
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর বয়স ১ জানুয়ারি পর্যন্ত ন্যূনতম ১৪ বছর হতে হবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২০ বছর এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য থাকবে যদি রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে।

৫. পরীক্ষার শৃঙ্খলা:
কোন শিক্ষার্থী যদি পরীক্ষার আবেদন ফরম জমা দেয়ার পর অথবা পরীক্ষার সময় কোনো ধরণের নিয়ম লঙ্ঘন করে, তবে তার পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা চলাকালীন সময়ে শৃঙ্খলা রক্ষার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, ২৩টি নীতিমালায় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যা পরীক্ষার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর