ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান এবং যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।