Wednesday, April 30, 2025

ঢাবি থেকে ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বহিষ্কার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় তাদের নাম রয়েছে।

সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এবং মাজহারুল কবির শয়ন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে। প্রতিবাদে শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণ বাড়তে থাকলে আন্দোলন সরকার পতনের রূপ নেয়। একপর্যায়ে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার তদন্তে ৮ অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণের নেতৃত্বে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি শতাধিক শিক্ষার্থীর হামলায় জড়িত থাকার প্রমাণ পায়।

সোমবার সিন্ডিকেট সভায় এই তালিকা উপস্থাপন করা হলে অভিযুক্তদের সাময়িক বহিষ্কার এবং রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাদের নামও রয়েছে, পাশাপাশি কয়েকজন বহিরাগতও আছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর