Wednesday, March 26, 2025

এ ডি পি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ সভাপতি হলেন ইমরান হোসেন

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এ ডি পি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইমরান হোসেন। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম ও সর্বকনিষ্ঠ সভাপতি, যা বিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

তারুণ্যের শক্তিতে উজ্জীবিত ইমরান হোসেন দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সকলের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এ দায়িত্ব গ্রহণে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী বিদ্যালয় সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর