Wednesday, March 26, 2025

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পদযাত্রা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৯টি দাবিতে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পদযাত্রায় অংশগ্রহণকারীরা শাহবাগ পার হওয়ার পর পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে পদযাত্রাটি শাহবাগ পার হয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সারা দেশে ধর্ষণ, খুন ও নিপীড়নের ঘটনা অব্যাহত থাকায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন। তাদের দাবি, সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার, সংলাপের মাধ্যমে আইন সংস্কার, এবং কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী কার্যকর সেল প্রতিষ্ঠা করা উচিত।

এই পদযাত্রায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর