Wednesday, March 26, 2025

খালেদা জিয়ার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকরলেন সেলিম রেজা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. জিয়াউদ্দিন হায়দার। সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণমানুষের নেতা যুক্তরাষ্ট্র দক্ষিণ নিউইয়র্ক বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা।
 ঝালকাঠির সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজাপুর কাঠালিয়া বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ারে ভাসছেন।
জানা যায়, ডা.জিয়াউদ্দিন হায়দার  জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার প্রথম কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কনসালটেন্ট ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সাহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পেশায় একজন চিকিৎসক।
ডা. জিয়াউদ্দিন হায়দার চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত হওয়ায় চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আর কে-১১
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর