নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের বাসভবনের পূর্ব পাশে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চিত্রা নদীতে যাওয়ার সরকারি রাস্তা ও ঘাট সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুরানো ম্যাপে ঘাট ও রাস্তা থাকলেও নতুন ম্যাপে ভুলক্রমে তা বাদ পড়েছে। এছাড়া অধ্যক্ষের বাসভবনের সীমানা প্রাচীরের মাঝখান দিয়ে রাস্তা যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
বর্তমান খসড়া ম্যাপে ভুলের কারণে সংশোধন না করে একজন ব্যক্তি রাস্তা ও ঘাট বন্ধ করার চেষ্টা করছেন। এতে এলাকাবাসীর যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
চিত্রা নদীর সংলগ্ন এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান ডালু জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাস্তা ও ড্রেনের ব্যবস্থা করার চেষ্টা করলেও ম্যাপে অসংগতির কারণে পৌরসভার পক্ষে কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
এলাকার বাসিন্দারা পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই ড্রেন ও পুরনো ঘাট সংস্কার করা হোক। কলেজের কর্মচারী রঘু ও মিতা জানান, বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং পানি তাদের ঘরে প্রবেশ করে। ফলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আইয়ুব খান বুলু বলেন, “অনেক বছর ধরেই এখানে চিত্রা নদীতে যাওয়ার রাস্তা ও ঘাট ছিল। মহল্লাবাসীর স্বার্থে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকা উচিত।”
কুড়িগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ গোবিন্দ নাগ বলেন, “এই মহল্লায় অধ্যক্ষ, আইনজীবী, ব্যবসায়ী, ডাক্তার ও সাংবাদিকরা বসবাস করেন। বর্ষাকালে জলাবদ্ধতার কারণে এলাকাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একাধিকবার পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখনো পর্যন্ত এর সমাধান হয়নি।”
এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী হায়দার আলী জানান, “রাস্তা ম্যাপে না থাকলে কাজ করা কঠিন হয়ে যায়, কারণ পৌরসভা উন্নয়নকাজে কোনো ঝামেলা চায় না।”
এডিসি (রাজস্ব) জুবায়ের হোসেন বলেন, “ম্যাপে ভুল থাকলে চিন্তার কিছু নেই। এলএসটি মামলা দিয়ে তা সংশোধন করা সম্ভব।”
উল্লেখ্য, কুড়িগ্রাম উন্নয়ন কমিটির সমন্বয়ে নড়াইল পৌরসভার সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে দীর্ঘদিন বন্ধ থাকা নদীতে যাওয়ার রাস্তা ও ঘাট উন্মুক্ত করা হয়। বর্তমানে সেটি উন্মুক্ত থাকলেও একজন ব্যক্তি পুনরায় তা বন্ধ করার পাঁয়তারা করছে, যা আবারও জলাবদ্ধতার কারণ হতে পারে।
মহল্লাবাসীর দাবি, দীর্ঘদিন রাস্তা ও ঘাট বন্ধ রেখে এলাকাবাসীকে দুর্ভোগে ফেলা ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।