Monday, April 28, 2025

বিএনপির ইফতার মাহফিলে মারামারি, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে মারামারি ও উত্তেজনার সৃষ্টি হয়। শনিবার বিকেলে নগরীর জিইসি কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেজে বসাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মারামারির ঘটনাও ঘটে।

এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের রিপোর্টার মামুনুর রশিদ অভি ও ভিডিও জার্নালিস্ট সুজন চন্দ্র দাসের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকদের ওপর হামলার এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর