Wednesday, March 26, 2025

আজ থেকে চিকিৎসকদের ধর্মঘট

আজ শনিবার (৮ মার্চ) থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম দুই দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টার জন্য এ কর্মসূচি চলবে।

এ বিষয়ে ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি একটি প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।

ফোরামের দাবি অনুযায়ী, বাংলাদেশে সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। তবে এই কর্মসূচির আওতায় জরুরি বিভাগ থাকবে না, যাতে রোগীদের জরুরি চিকিৎসা ব্যাহত না হয়।

বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দুটি প্রধান দাবি হলো:

১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. তৃতীয় গ্রেডপ্রাপ্ত চিকিৎসকদের নির্দিষ্ট সময় পর পদোন্নতি দিয়ে দ্বিতীয় ও প্রথম গ্রেডে উন্নীত করা, যাতে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত হয়।

ফোরাম কর্তৃপক্ষ জানিয়েছে, এ দাবিগুলোর প্রতি সরকার সাড়া না দিলে, তারা দীর্ঘমেয়াদি কর্মবিরতি এবং অন্যান্য কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর