Monday, April 28, 2025

যশোর সদর উপজেলার লেবুতলা ও নওয়াপাড়ায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর সদর উপজেলার লেবুতলা ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নিজ নিজ ইউনিয়নে এই মাহফিল আয়োজন করা হয়।

ইফতার পূর্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

লেবুতলা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সহ-সভাপতি আব্দুল মান্নান বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।

যশোর সদর উপজেলার লেবুতলা ও নওয়াপাড়ায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিতএদিকে, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গোপালপুর মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আলা উদ্দিন আলা, ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, যুগ্ম-সম্পাদক আসাদুল আলম ঝন্টু, বিএনপি নেতা আশরাফুল আলম সেলিম প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর