বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঈদুল আজহা থেকে শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়বে। তবে কী পরিমাণ বাড়বে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।
বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং নতুন উপদেষ্টা সিআর আবরারের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি আশ্বাস দিয়েছিলাম, এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু সম্ভব, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শিক্ষকদের দাবিগুলো পূরণের চেষ্টা করব। তবে ১৫-২০ বছরের বঞ্চনা এক বা দুই বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়। তবে শুরুটা করা দরকার, সেটাই আমরা করে দিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে কিছুটা বাড়ানো হবে। যদিও নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি, তবে বাজেটে এ সংক্রান্ত বরাদ্দ রাখা হচ্ছে।’
অনলাইন ডেস্ক