বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রমজান মাসে অনাড়ম্বরভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দলীয় নেতাকর্মীদের বাহুল্য পরিত্যাগ করে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে। পাশাপাশি, মসজিদ বা বাজার সংলগ্ন খোলা স্থানে এই আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, ইফতার ও দোয়া মাহফিলে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে এবং আগামী ২০ রমজানের মধ্যে এসব আয়োজন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের পাঠানো হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।