খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় রোগীদের জরুরি চিকিৎসা সেবা আরও দ্রুত ও কার্যকর করতে আদ্-দ্বীন ফাউন্ডেশন বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা চালু করেছে। এই উদ্যোগ সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১ মার্চ) যশোরের পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুল মজিদ, কাস্টম হাউস ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা এবং যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের পেডিয়েট্রিক কনসালট্যান্ট মোসলেহ উদ্দিন ফরিদ।
আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, দেশে আটটি হাসপাতালের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করছে। তারই ধারাবাহিকতায় Bell 505 হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে বিনামূল্যে রোগী পরিবহনের এ সেবা চালু করা হয়েছে।
হেলিকপ্টারটি যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনার বয়রায় অবস্থিত আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবে। এখান থেকে গুরুতর রোগীদের আদ্-দ্বীন ফাউন্ডেশনের বিভিন্ন হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হবে।
সাধারণত জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ খুলনা বিভাগের অসচ্ছল রোগীদের চিকিৎসা পাওয়ার পথকে সহজ করবে এবং জীবন রক্ষায় অনন্য ভূমিকা রাখবে।