Monday, April 21, 2025

ভ্যান হারিয়ে বিপাকে পড়া শিশু মোতালেব পেলো নতুন ভ্যান

ভ্যান হারিয়ে বিপাকে পড়া শিশু মোতালেবের পরিবারের মুখে হাসি ফিরেছে। স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে তাকে উপহার দেওয়া হয়েছে একটি ইঞ্জিনচালিত নতুন ভ্যান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে যশোরের চৌগাছা কাঁচাবাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোতালেবের বাবা ফুলসদ্দি ও মা মিনু বেগমের হাতে নতুন ভ্যানটি তুলে দেওয়া হয়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত তার পরিবার।

ফুলসদ্দি জানান, “আমার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল ভ্যানটি। চুরি যাওয়ার পর আমরা দিশেহারা হয়ে পড়ি। ঠিকমতো খরচ চালাতেও পারিনি। এখন নতুন ভ্যান পেয়ে খুবই খুশি।”

চৌগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। তিনি বলেন, “গত ১১ ফেব্রুয়ারি মোতালেবের ভ্যানটি চুরি হয়ে যাওয়ার খবর জানতে পেরে আমি উদ্যোগ গ্রহণ করি। আমার শুভাকাঙ্খীদের সঙ্গে পরামর্শ করে তাকে একটি নতুন ভ্যান দেওয়ার ব্যবস্থা করি।”

এই মহতী উদ্যোগে আর্থিক সহায়তা করেন ড. মুহাম্মদ হুমায়ুন কবির, প্রবাসী শেখ আশিকুর রহমান, ব্যবসায়ী মিঠু খান, আতাউর রহমান লালসহ অনেকেই। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবকরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ভ্যান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুজ্জামান, সাংবাদিক ফারুক আহম্মেদ, মেহেদী হাসান শিপলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন ভ্যান পেয়ে মোতালেবের পরিবার এখন স্বস্তিতে। এই উদ্যোগ সমাজের অসহায় মানুষদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর