Monday, April 21, 2025

ঝগড়ার পর গায়ে কেরোসিন ঢালেন দম্পতি, ছেলের আগুনে দগ্ধ

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী নিজেদের শরীরে কেরোসিন ঢালার পর পাঁচ বছর বয়সী ছেলে না বুঝেই আগুন ধরিয়ে দিলে তারা দুজনই অগ্নিদগ্ধ হন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি হীরা দাস (৪০) ও তার স্ত্রী প্রভাতী দাস (৩৫) ওই গ্রামের বাসিন্দা। হীরা দাস পেশায় একজন পরিচ্ছন্নকর্মী। স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। ঘটনার দিনও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। রাগের বশে দুজনেই নিজেদের গায়ে কেরোসিন ঢালেন। এ সময় তাদের পাঁচ বছর বয়সী ছেলে নিশান খেলার ছলে হাতে থাকা গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়, মুহূর্তেই তারা দগ্ধ হন।

প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নেভান এবং দগ্ধ দম্পতিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, তাদের শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে, তবে দুজনই আশঙ্কামুক্ত।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, পারিবারিক দ্বন্দ্ব কখনো কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনে। তবে এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন, ছোট্ট শিশুটি কী বুঝলো? তার মানসিক প্রভাব কতটা পড়বে? এসব বিষয়ে এখনই সচেতন হওয়া জরুরি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর